ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

গা'জা যুদ্ধ অবসানে ঐতিহাসিক চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:০০:২৫

গা'জা যুদ্ধ অবসানে ঐতিহাসিক চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য এক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা শুধু যুদ্ধের ইতি টানবেই না, জিম্মিদের মুক্তির পথও খুলে দেবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রাম্প ইঙ্গিত দেন, ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, “এটি খুব কাছাকাছি... হাতের নাগালে।” এর আগে বৃহস্পতিবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কয়েক মাসের লাগাতার বিমান ও স্থল হামলায় অঞ্চলটি এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তীব্র মানবিক সংকটে বিপর্যস্ত উপত্যকার লাখো মানুষ।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের অবরোধের কারণে সরবরাহ ঘাটতি চরমে পৌঁছেছে। বর্তমানে গাজায় প্রতি তিনজন শিশুর মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় খাবার পায়নি।

এর আগে গত ২২ আগস্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজা শহরে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে। সংস্থাটি সতর্ক করেছিল, সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই সংকট দেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত