ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
ঢাবি অ্যালামনাই: ৭৭ বছরের ইতিহাস, সামনে করণীয়
ড. মো শরীফুল ইসলাম দুলু
নির্বাহী কমিটির সদস্য, ডুয়া
ড. মো শরীফুল ইসলাম দুলু
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) ৭৭ বছরে পা দিল। প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, নীতি প্রণয়ন—সবখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন সামনের সারিতে। ডুয়া সেই ঐতিহ্যকে ধরে রেখেছে, এক ছাতার নিচে এনেছে অসংখ্য মন্ত্রী, আমলা, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সৃজনশীল ব্যক্তিত্বকে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ পথচলায় আমরা আসলে কতটা এগিয়েছি, আর সামনে কী করণীয়?ডুয়া গত কয়েক দশকে যা অর্জন করেছে তা অবশ্যই গর্ব করার মতো। প্রাক্তনদের পুনর্মিলনী আয়োজন, সামাজিক সংযোগ শক্তিশালী করা, নানা ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান—সবই সংগঠনের পরিচিত কাজ। তবু, সময়ের দাবি এখন আরও বড়।
ঢাকা বিশ্ববিদ্যালয় আজ গবেষণা তহবিল সংকটে ভুগছে, বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে, শিল্প-কারখানার সঙ্গে সংযোগ দুর্বল। অথচ ডুয়া'র হাতে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক আছে যা চাইলে বড় পরিবর্তন আনতে পারে। বিদেশে ছড়িয়ে থাকা অ্যালামনাইরা গবেষণায় অর্থায়ন করতে পারেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারেন। দেশের ব্যবসায়ী ও কর্পোরেট অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির পথ খুলে দিতে পারেন।
অন্যদিকে, সংগঠনের ভেতরে গণতান্ত্রিক অংশগ্রহণ, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি আরও জোরদার করা দরকার। ডুয়া অনেক সময় প্রভাবশালী রাজনৈতিক বা সামাজিক মহলের গণ্ডিতে সীমাবদ্ধ থেকে গেছে—ফলে সাধারণ সদস্যদের অংশগ্রহণ কমেছে। নতুন প্রজন্মের অ্যালামনাইকে যুক্ত করতে হলে তাদের জন্য স্কলারশিপ, মেন্টরশিপ, স্টার্টআপ সাপোর্ট ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা জরুরি।
৭৭ বছর পূর্তি তাই শুধু উৎসব নয়, এক ধরনের স্টার্ট বাটন। সামনে কিছু স্পষ্ট করণীয় আছে—
* একটি রোডম্যাপ তৈরি করা: আগামী ১০ বছরকে সামনে রেখে শিক্ষা, গবেষণা ও সামাজিক অবদানের জন্য লক্ষ্য নির্ধারণ। * ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি সংযোগ জোরদার করা: ব্যবসায়ী অ্যালামনাইদের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ।
* ডিজিটাল সংযোগ: বিশ্বব্যাপী অ্যালামনাইদের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি।
* ইনোভেশন ও নীতি নির্ধারণে ভূমিকা: উচ্চশিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে জাতীয় আলোচনায় ডুয়া কে প্রভাবশালী থিঙ্ক-ট্যাঙ্ক হিসেবে গড়ে তোলা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের জাতীয় জীবনের মস্তিষ্ক। আর ডুয়া সেই মস্তিষ্কের স্নায়ুতন্ত্র। ৭৭ বছর পূর্তিতে সময় এসেছে সেই স্নায়ুতন্ত্রকে আরও সক্রিয় করার, যাতে এটি বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে আরও গভীর অবদান রাখতে পারে।
লেখক: কলামিষ্ট ও লেখক
সাবেক সাধারণ সম্পাদক
ঢাবি মার্কেটিং বিভাগ অ্যালমনাই অ্যাসোসিয়েশন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল