ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
প্রধান উপদেষ্টার সফরে বৈষম্য হয়েছে: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলছেন, প্রধান উপদেষ্টা তার কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতার অনুপস্থিতি প্রমাণ করেছেন। জাতিসংঘে বিভিন্ন দলের সঙ্গে সফর এবং কিছু দলকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মাধ্যমে তিনি বৈষম্য সৃষ্টি করেছেন বলে তিনি অভিযোগ করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে মুফতি ফয়জুল করীম এসব মন্তব্য করেন। সমাবেশে বক্তৃতার মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচারের দাবিসহ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, নোবেল পাওয়া শান্তিতে পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন। উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছেন।” পাশাপাশি তিনি কয়েকটি জরিপ সংস্থাকে জনগণের প্রকৃত মতামত বিকৃতভাবে প্রকাশ করার অভিযোগও করেন।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, “গত ৫৩ বছরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি পাঁচবার এবং আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তাই সাধারণ মানুষ আজ আলেম-ওলামাদের পাশে দাঁড়াচ্ছে।”
তিনি পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। সমাবেশে ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল হক মৃধা। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরাফত হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক