ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ২৩ দিন

২০২৫ সেপ্টেম্বর ২৪ ০০:৩৭:২৪

মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ২৩ দিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আরও ২৩ দিন বাড়িয়েছে সরকার। এই নিয়ে দ্বিতীয় দফায় তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্ধিত মেয়াদ অনুযায়ী তদন্ত কমিশন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ৩৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৭ জনই ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়া, এই ঘটনায় আরও অনেকে আহত হন।

দুর্ঘটনার কারণ, এর দায়দায়িত্ব নিরূপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান এই কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিকভাবে কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ এক মাস বাড়ানো হয় এবং মঙ্গলবার তা আরও ২৩ দিন বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হলো।

এই দুর্ঘটনার ফলে দেশজুড়ে ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। তদন্ত কমিশনের মেয়াদ বৃদ্ধির ফলে আশা করা হচ্ছে, দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তি বা পক্ষকে চিহ্নিত করতে কমিশন আরও বিস্তারিত ও নিবিড়ভাবে কাজ করতে পারবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত