ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ২৩ দিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আরও ২৩ দিন বাড়িয়েছে সরকার। এই নিয়ে দ্বিতীয় দফায় তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হলো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্ধিত মেয়াদ অনুযায়ী তদন্ত কমিশন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ৩৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৭ জনই ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়া, এই ঘটনায় আরও অনেকে আহত হন।
দুর্ঘটনার কারণ, এর দায়দায়িত্ব নিরূপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান এই কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিকভাবে কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ এক মাস বাড়ানো হয় এবং মঙ্গলবার তা আরও ২৩ দিন বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হলো।
এই দুর্ঘটনার ফলে দেশজুড়ে ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। তদন্ত কমিশনের মেয়াদ বৃদ্ধির ফলে আশা করা হচ্ছে, দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তি বা পক্ষকে চিহ্নিত করতে কমিশন আরও বিস্তারিত ও নিবিড়ভাবে কাজ করতে পারবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা