ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ফিলিস্তিন স্বীকৃতিতে বাংলাদেশ কখন নাম লিখিয়েছিল?

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৮:৫৮:৩২

ফিলিস্তিন স্বীকৃতিতে বাংলাদেশ কখন নাম লিখিয়েছিল?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের ২০ মার্চ মেক্সিকোও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ১৯৮৮ সালে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় বাংলাদেশ।

এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫৬টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে দখলদারির প্রতিবাদ হিসেবে পশ্চিমা দেশগুলো এই স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে, আর ইসরায়েল তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দুই বছরে গাজার নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। ২১ লাখ বাসিন্দার প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। সম্প্রতি গাজার বৃহত্তম শহর গাজা নগরীতে সর্বাত্মক হামলা শুরু হয়েছে, যা জনবহুল নগরী পুরোপুরি দখলের উদ্দেশ্যে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি। ২০২৫ সালে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকো। এর আগে ২০২৪ সালে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনসহ আরও কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে।

বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া—মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে ‘সদস্যবহির্ভূত পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০২৪ সালে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। পরে সাধারণ অধিবেশনে প্রস্তাব পাস হয়, যা ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করে, তবে এখনো ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্য হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত