ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে 'বিমান' এর বিবৃতি

২০২৫ সেপ্টেম্বর ২২ ২২:৩০:১৭

চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে 'বিমান' এর বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে এসব অস্থায়ী কর্মচারী চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করেন।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ট্রাফিক, নিরাপত্তা ও কার্গো বিভাগসহ বিভিন্ন অপারেশনাল ইউনিটের কিছু অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে পূর্বে যাত্রী হয়রানি, মালামাল চুরি, বিনা অজুহাতে দীর্ঘ অনুপস্থিতি, ফৌজদারি মামলায় শাস্তি এবং চোরাচালানের মতো গুরুতর অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সংস্থার সুনাম রক্ষায় বিধি অনুযায়ী অভিযুক্ত কর্মচারীদের অস্থায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বলাকা ভবনের সামনে আন্দোলনকারী অধিকাংশ কর্মচারীই বিমানবন্দর এলাকায় যাত্রী হয়রানি, কার্গোর মালামাল চুরি, দীর্ঘ কর্মস্থলে অনুপস্থিতি, মানব পাচার এবং স্বর্ণ চোরাচালানের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিধি অনুযায়ী চাকরিচ্যুত হয়েছেন।

বিমান কর্তৃপক্ষ বৈষম্যের শিকার কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির কাছে চাকরিচ্যুত ব্যক্তিদের আবেদনগুলো পর্যালোচনার জন্য দাখিল করা হয়েছে। কমিটি এর আগেও বেশ কিছু আবেদন নিষ্পত্তি করেছে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবশিষ্ট আবেদনগুলো বিধি অনুযায়ী নিষ্পত্তি করবে বলে জানানো হয়েছে।

বোসরা ইসলাম আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী হয়রানি, কার্গোর মালামাল চুরি, মানব পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে। বিমান কর্তৃপক্ষ আন্দোলনকারী কর্মচারীদের প্রতি তাদের দাখিল করা দরখাস্তের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে।

একই সাথে, বলাকা ভবনসহ বিমানের যেকোনো স্থাপনা এবং এর কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর ব্যত্যয় ঘটলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত