ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ঢামেকে আবারও ভুয়া চিকিৎসক আটক
                                    ডুয়া ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। চিকিৎসকরা তাকে প্রতারক বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলা থেকে চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া (৩৫) নামের ওই নারীকে প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
এদিন বেলা ১১টার দিকে বার্ন ইউনিট ভবনের তৃতীয় তলায় এক রোগীকে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে এসে হাতেনাতে আটক হন ডালিয়া।
বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তার বাসা কেরানীগঞ্জে। এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই তাদের দূরসম্পর্কের আত্মীয় ডালিয়া সঙ্গে ছিলেন। তিনি তাদের কাছে নিজেকে চিকিৎসক পরিচয় দেন। আজকে জানতে পেরেছেন ডালিয়া চিকিৎসক নন।
তিনি বলেন, সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে, সঙ্গে ছিলেন ডালিয়া। সালমা আমান চিকিৎসার বিষয়ে ইংরেজিতে একটি কথা বললে এর উত্তরে ডালিয়া ভুল বলেন। তখন তাকে ভুয়া চিকিৎসক বলে ধরিয়ে দেওয়া হয়।
তবে আটক ডালিয়া কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি কেবল সাংবাদিকদের বলেন, তিনি চিকিৎসক হিসেবে কখনোই পরিচয় দেননি। এক পর্যায়ে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, অ্যাপ্রোন পরা গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। তিনি নিজে ডা. পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তার আচরণ দেখে মনে হয়েছে তিনি পেশাদার প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনানুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া ডালিয়া নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ