ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলন শুরু

২০২৫ সেপ্টেম্বর ২২ ২০:১৭:১০

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়নের দাবিতে যুক্তরাষ্ট্রে একটি বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলন শুরু হবে। ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনের আগে গত শনি ও রোববার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্মেলন চলাকালীন বা এর পরে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সম্মেলন বয়কট করেছে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্য ড্যানি ডেনন এই সম্মেলনকে 'সার্কাস' উল্লেখ করে এএফপিকে বলেছেন যে এটি 'সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার' জন্য ডাকা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধী এবং তার নির্দেশে গত প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। একই সময়ে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ইসরায়েলের দখলকৃত এলাকার সীমানাও বাড়ানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, গাজায় সামরিক অভিযান বন্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব সম্প্রসারণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে। 'দ্বি-রাষ্ট্র সমাধান' বিলুপ্তির আশঙ্কার পরিপ্রেক্ষিতেই জাতিসংঘের সমর্থনের ভিত্তিতে এই বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে।

চলতি মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রকাশিত একটি নথিতে এই সম্মেলনকে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে 'বাস্তব, সময়োচিত এবং অপরিবর্তনীয় পদক্ষেপ' বলে উল্লেখ করা হয়েছে। নথিতে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে এবং গত ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার নিন্দাও করা হয়েছে।

সম্মেলনের অন্যতম আয়োজক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নয়েল ব্যারট বলেছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনে যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা প্রবেশের অবাধ রোডম্যাপ প্রণয়ন এবং যুদ্ধবিরতির পর আল-আকসা অঞ্চলের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত