ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৩:৫৩:৪০

বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দিতে সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তিনি বিদেশি পণ্য কমিয়ে দেশের তৈরি পণ্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মোদির বক্তব্য আসে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের পর থেকে মোদি দেশীয় পণ্য ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী ও সমর্থকেরাও ইতিমধ্যেই বিভিন্ন মার্কিন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছে। মোদি বলেন, “আমাদের প্রতিদিন ব্যবহার করা অনেক পণ্য বিদেশি, যা আমরা জানিও না। এগুলো থেকে মুক্তি পাওয়া দরকার।” তিনি আরও উল্লেখ করেন, প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য ভারতেই তৈরি হওয়া উচিত। ভাষণে বিশেষ কোনও দেশের নাম উল্লেখ না করলেও বিদেশি পণ্য বর্জনের বার্তা স্পষ্ট।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত