ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ইসির নিবন্ধন প্রক্রিয়ায় এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে। এখন পর্যন্ত ছয়টি নতুন রাজনৈতিক দল চূড়ান্তভাবে নিবন্ধনের জন্য অনুমোদন পেয়েছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
ইসি সূত্রে জানা যায়, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয়ার প্রস্তাব ফাইল করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এই ফাইল কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে।
মোট ৬টি দলের নিবন্ধনের জন্য ফাইল তোলা হয়েছে। ১০টি দলের বিষয়ে পুনরায় তদন্ত হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। এই ১০টি দলের মধ্যে ৯টির মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত এবং একটি দলের পুনরায় তদন্তের দায়িত্ব নির্বাচনী কর্মকর্তাকে দেওয়া হতে পারে।
এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০টি দলের শুনানি সম্পন্ন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দল শর্ত পূরণ না করায় সময় দেওয়া হয়। ৮৪টি দল সাড়া দিলেও ৬২টি দল শর্ত পূরণ করতে পারেনি। বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শুনানি করা হয়েছে।
মাঠ পর্যায়ে তদন্ত হওয়া ২২টি দলের মধ্যে রয়েছে ফরোয়ার্ড পার্টি, আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পাটি, বাংলাদেশ সলুশন পার্টি এবং অন্যান্য।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে চাইলে একটি দলের কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
নিবন্ধন প্রক্রিয়া শেষে কমিশন প্রাথমিক বাছাই করে, তথ্য সরেজমিন তদন্তের মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন করে। অভিযোগ বা আপত্তি থাকলে শুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল নিবন্ধিত হলে মোট দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের এই প্রথা চালু হয়েছিল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড