ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আর্থিক সহায়তার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারী (যাদের সুস্থ হওয়ার সুযোগ নেই) ৩ লাখ টাকা এবং গুরুতর আহত (যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে) ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তিনি জোর দিয়ে বলেন, এই সহায়তা কোনো অনুগ্রহ নয়, বরং ক্ষতিগ্রস্তদের অধিকার।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ আরও বলেন, অনেক ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে অবগত নন। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি জানান, দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিআরটিএ'র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাবুসহ বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এদিন রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং ১ জন আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকার চেক বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এই অর্থ অনুদান নয়, এটি তাদের অধিকার।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার নিহত ২ জন ও আহত ১ জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল