ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আর্থিক সহায়তার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারী (যাদের সুস্থ হওয়ার সুযোগ নেই) ৩ লাখ টাকা এবং গুরুতর আহত (যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে) ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তিনি জোর দিয়ে বলেন, এই সহায়তা কোনো অনুগ্রহ নয়, বরং ক্ষতিগ্রস্তদের অধিকার।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ আরও বলেন, অনেক ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে অবগত নন। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি জানান, দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিআরটিএ'র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাবুসহ বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এদিন রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং ১ জন আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকার চেক বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এই অর্থ অনুদান নয়, এটি তাদের অধিকার।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার নিহত ২ জন ও আহত ১ জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার