ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
ট্রাম্পকে এক ইঞ্চি মাটিও দেবে না আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘাঁটিটি ফেরত চেয়ে হুমকি দিয়েছেন, যা আফগান সরকারের তীব্র আপত্তির মুখে পড়েছে।
ট্রাম্পের দাবি, ২০২১ সালে তালেবানের কাবুল দখলের সময় মার্কিন সেনারা যে ঘাঁটি দ্রুত ত্যাগ করেছিল, সেটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এবং তাই এর নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দেওয়া উচিত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি আফগানিস্তান ঘাঁটিটি ফেরত না দেয় তবে "খারাপ কিছু হবে"।
তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসউদ্দিন ফিত্রাত যুক্তরাষ্ট্রের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "আফগানিস্তানের এক ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমরা এমন চুক্তি চাই না।" আফগান সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছে।
২০২০ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে একটি চুক্তি করেছিল, যার ফলস্বরূপ ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে। জুলাই মাসে আফগান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হলে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মার্কিন সেনারা বাগরাম ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। এরপর আফগান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।
ট্রাম্প চীন থেকে ঘাঁটির নৈকট্যের কারণে এটি হারানোর বিষয়ে পূর্বেও হতাশা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি সরাসরি ঘাঁটি ফেরত দেওয়ার দাবি জানানোর পর থেকেই এই বিতর্ক শুরু হয়েছে।
যদি আফগানিস্তান ঘাঁটি ফেরত না দেয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, "আপনারা দেখতে পারবেন আমি কি করতে যাচ্ছি।" এই পরিস্থিতি আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে