ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

আগামী নির্বাচনে এআইয়ের বিষয়ে সচেতনতা জরুরি: ফয়েজ আহমদ

২০২৫ সেপ্টেম্বর ২০ ২০:৪০:৫৩

আগামী নির্বাচনে এআইয়ের বিষয়ে সচেতনতা জরুরি: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং আগামী নির্বাচনে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এআইয়ের অপব্যবহার হতে পারে। তাই এই বিষয়ে সচেতন হওয়া এবং জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরি প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, "এআইভিত্তিক বিভিন্ন ভিডিও তৈরি হবে। বিভিন্ন প্রার্থী অপর প্রার্থীর চরিত্র হনন করবে, বিভিন্ন কনটেন্ট তৈরি করবে, একদল আরেক দলকে আক্রমণের চেষ্টা করবে। এসব বিষয় অপ্রত্যাশিত নয়, এগুলো ঘটেই থাকবে। কারণ অনলাইন কনটেন্ট আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের একটা উৎস হয়ে গেছে। সেজন্য তারা এই কাজগুলো করবে।"

তিনি বলেন, "সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা তৈরি। আমরা আজকে স্কাউটদের মাঝে বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে আমাদের যারা রোভাররা আছেন তাদের সচেতন করেছি। তারা নিশ্চয়ই আঞ্চলিকভাবে এ ধরনের সচেতনতা প্রোগ্রাম তৈরি করবেন।" জাতীয় নির্বাচনে স্কাউটদের কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও তিনি ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনার কথা জানান। এছাড়াও, মেধাবী স্কাউটদের তথ্যপ্রযুক্তি বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে এবং তাদের সহপাঠীদেরও এ বিষয়ে সচেতন করতে বলা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস ও ক্যাম্প চিফের সদস্যসচিব মীর মাহবুবুর রহমান সিগ্ধ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ মহিউদ্দিন খাঁ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ