ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি: চিকিৎসার টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পথের ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্স থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের হুমকি দিয়ে রোগীর চিকিৎসার জন্য রাখা ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাতলামারী এলাকার মাঠে এ ঘটনা ঘটে। আক্রান্ত রোগী লিটন আলী হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রাত ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে রোগী ও তার স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে পিপুলবাড়িয়া এলাকার মাঠে ডাকাত দল রাস্তার ওপর গাছ ফেলে গাড়ি থামায়। ৫-৬ জনের দল দেশীয় অস্ত্র হাতে সবাইকে জিম্মি করে এবং চিকিৎসার জন্য রাখা ৩০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সে রোগীসহ তার তিন স্বজন ছিলেন।
অ্যাম্বুলেন্স চালক রতন আহমেদ ও রোগীর স্বজন জালাল উদ্দিন জানান, রাত ২টার দিকে এই ঘটনার শিকার হন। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “রাত ১টার দিকে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত লিটন আলীকে হাসপাতালে আনা হয়। অবস্থার জটিলতা দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে ডাকাতির ঘটনা উদ্বেগজনক।”
পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান বলেন, “রাতের এই ডাকাতি ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।” দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, “এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার