ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
সড়ক দুর্ঘটনায় নি’হতদের পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে আমাদের মূল মনোযোগ দিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে ড্রাইভারদের সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গাড়ির মালিকদের দায়িত্ব দেখতে হবে তাদের গাড়ি ঠিকমতো ফিট আছে কিনা। এটি একাধারে তাদের নাগরিক দায়িত্বও বটে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা সার্কেল কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে, যেখানে খুলনা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার পেছনে কারো না কারোর ত্রুটি রয়েছে। তাই সবাই মিলে দায়বদ্ধতা কাঁধে নিয়ে সচেতনভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিআরটিএ থেকে খুলনা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারের সদস্যের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি খুলনা জেলা বাস, ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেকপ্রাপ্তদের মধ্যে ছিলেন: নিহত মো. জাহাতাপ হোসেনের বড় ভাই হুমায়ুন কবির আদম, মিঠু মুন্সির পিতা আবু জাফর মুন্সী, তুহিন মুন্সির স্ত্রী মৌসুমী আক্তার বাপেজা, ফিরোজের পিতা মো. কামরুল মোল্লা, মো. রুহুল আমিন শেখের ভাই মো. রিপন হোসাইন, মো. জাকির হোসেনের স্ত্রী বিউটি পারভিন, মো. সাইফুল ইসলামের স্ত্রী মিসেস আসমা, মো. আজাহারুল মোল্লার পিতা মো. আলমগীর মোল্লা
বিআরটিএর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাতাপ হোসেনের স্ত্রী রেক্সোনা বেগম বলেন, তার স্বামী ছিলেন একজন দরিদ্র ভ্যানচালক। ২০২৩ সালের ৫ নভেম্বর ডুমুরিয়া উপজেলার খুলসী এলাকায় মালবাহী যানবাহনের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন। স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে তিনি নিদারুণ কষ্টের জীবনযাপন করছেন। দারিদ্র্যের কারণে বড় ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে।
রেক্সোনা বেগম ৫ লাখ টাকার চেক পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, এই অর্থ দিয়ে তিনি এক টুকরা জমি কেনার স্বপ্ন দেখছেন, যা তার সন্তানদের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ আশ্রয় হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর