ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে কত লাখ পুলিশ ?

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৬:১০:০১

সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে কত লাখ পুলিশ ?

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের তৃতীয় দিন পরিদর্শন শেষে এই তথ্য জানান।

গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই কোর্সের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীরা পরবর্তীতে ডিএমপির অন্যান্য পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে ভোটার ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং জানমাল ও সম্পদের সুরক্ষা বজায় রাখা সম্ভব হবে।

আইজিপি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সেশনটি উপভোগ করতে দেখেন এবং তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে হলে পুলিশ সদস্যদের প্রতিটি পদক্ষেপ পেশাদারিত্বের সঙ্গে সম্পাদন করতে হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং কার্যক্রমকে আরও যুগোপযোগী করে তুলবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয়... বিস্তারিত