ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
রমজান উপলক্ষ্যে ১০ হাজার টন মশুর ডাল কিনবে সরকার
.jpg)
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকারের ট্রেডিং করপোরেশন (টিসিবি) ১০ হাজার টন মসুর ডাল কিনবে, যা প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। সরকার প্রতি কেজি মসুর ডালের দাম বাজারদরের চেয়ে ১৭ টাকা ৯ পয়সা কমে কিনবে। এমনকি, সরকারি দামের চেয়েও কম দামে ডাল কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় আগামী ১৫ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই মসুর ডাল কেনার প্রস্তাব উপস্থাপন করবে। যদি প্রস্তাবটি অনুমোদন পায়, তাহলে মসুর ডালটি কারওয়ান বাজারের শবনাম ভেজিটেবল অয়েল থেকে কেনা হবে। পবিত্র রমজান উপলক্ষে আগামী মার্চ মাসে কেনা হবে এই ডাল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার টন মসুর ডাল কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৯২ হাজার ৯৫০ টন মসুর ডাল কেনার চুক্তি হয়েছে, এবং এখন আরও ১০ হাজার টন ডাল স্থানীয় দরপত্র পদ্ধতিতে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দরপত্র দাখিলের পর, শবনাম ভেজিটেবল অয়েল ১০ হাজার টন মসুর ডালের জন্য প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা দাম প্রস্তাব করেছে। দরপত্র মূল্যায়ন কমিটি এই প্রস্তাবটি সর্বনিম্ন দাম হিসেবে গ্রহণ করেছে। এই ক্রয় কার্যক্রমের জন্য মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯১ লাখ টাকা, যা সরকারি প্রাক্কলিত দাম থেকে ৯ টাকা ২৬ পয়সা কম।
টিসিবির বাজার তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে মাঝারি দানার মসুর ডালের গড় খুচরা দাম ছিল প্রতি কেজি ১১৫ টাকা, ফলে সরকার এই ডাল কিনতে পারবে বাজারের তুলনায় সাশ্রয়ী দামে।
এছাড়া, ভারতীয় উৎস থেকে আমদানির জন্য প্রতি কেজি মসুর ডালের সম্ভাব্য খরচ প্রায় ১২৫ টাকা, যা স্থানীয় বাজারে মসুর ডাল কেনার চেয়ে অনেক বেশি। এজন্য সরকার স্থানীয়ভাবে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর