ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর রামপুরায় জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় এক ছাত্রকে গুলি করে ঝুলিয়ে রাখার এবং একই এলাকায় অন্য দুইজনকে হত্যা করার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ গঠনের সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান এবং সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূইয়া। গ্রেফতার আসামি হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার।
মামলার প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে ছিলেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত ৭ আগস্ট দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আমির হোসেন জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পুলিশ গুলি শুরু করে। আতঙ্কে আমির হোসেন নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। সেখানে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন। গুলিতে পা আঘাতপ্রাপ্ত হলেও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। একই ঘটনায় রামপুরায় আরও দুইজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।
এ মামলার তদন্ত প্রতিবেদন ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হয়। এরপর পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় এবং ২৫ আগস্ট তাদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা