ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

“সবাই কাজ করলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন সম্ভব”

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৬:৫৫:৪২

“সবাই কাজ করলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন সম্ভব”

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করেছেন, এ বছর শারদীয় দুর্গাপূজা উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। তিনি বলেন, সবাইকে একত্রিতভাবে কাজ করলে এই ধর্মীয় উৎসবটি পূর্বের মতো আনন্দ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পৃথক ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। এছাড়া তিনি অগ্নি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সিসি ক্যামেরা স্থাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানান।

নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশনের উপাধ্যক্ষসহ হিন্দু ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। তারা ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত