ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইইউ'র
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বুধবার কমিশন এই প্রস্তাব তুলে ধরে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতায় সাময়িক স্থগিতাদেশের কথা জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান সংঘর্ষ ও মানবিক সংকটকে কেন্দ্র করে এই প্রস্তাব তোলা হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে বর্তমানে প্রস্তাবটি পাস করার মতো পর্যাপ্ত সমর্থন নেই। এছাড়া ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস ইসরায়েলি দুই মন্ত্রী, সহিংস বসতি স্থাপনকারী এবং হামাস সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি প্যাকেজও প্রস্তাব করেছেন।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে। কমিশন উল্লেখ করেছে, ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ, মানবিক সহায়তার ওপর অবরোধ, সামরিক অভিযান জোরদার এবং পশ্চিম তীরের বসতি স্থাপন পরিকল্পনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। শর্ত লঙ্ঘনের কারণে ইইউ একতরফাভাবে চুক্তি স্থগিত করার অধিকার রাখে।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, “গাজায় প্রতিদিন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তা থামাতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দৃঢ় সমর্থক।” তিনি আরও জানিয়েছেন, চরমপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিত করার প্রস্তাব থাকলেও সিভিল সোসাইটি ও ইয়াদ ভাশেমের কাজে কোনো প্রভাব পড়বে না।
যদি চুক্তির বাণিজ্য সম্পর্কিত মূল অংশ স্থগিত হয়, তবে ইসরায়েলি পণ্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে বিশেষ সুবিধা হারাবে। ফলে এই পণ্যগুলোর জন্য সাধারণ শুল্ক প্রযোজ্য হবে, যা অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যাদের সঙ্গে ইইউর কোনও মুক্ত বাণিজ্য চুক্তি নেই।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে