ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ভর্তুকি সংকটের মধ্যেও পেট্রোবাংলায় কোটি টাকার বোনাস

২০২৫ সেপ্টেম্বর ১৬ ২১:৪৫:০৫

ভর্তুকি সংকটের মধ্যেও পেট্রোবাংলায় কোটি টাকার বোনাস

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি খাতে যখন হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে, তখন রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা গত পাঁচ বছরে (২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর) কর্মীদের এক্স-গ্রেশিয়া, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) এবং বিভিন্ন প্রণোদনা বাবদ ১ হাজার ২৪৭ কোটি ৪২ লাখ টাকা বিতরণ করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) সাম্প্রতিক এক নিরীক্ষা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, গত পাঁচ বছরে গ্যাস খাতে সরকার ৩০ হাজার ৭১২ কোটি ৬৮ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। অথচ একই সময়ে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠানগুলো কর্মীদের বোনাস ও অন্যান্য সুবিধা বাবদ ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি খরচ করেছে। এমনকি তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং মাধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির মতো লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোও কর্মীদের এক্স-গ্রেশিয়া দিয়েছে।

অনিয়মের চিত্র আরও পরিষ্কার করে প্রতিবেদনে বলা হয়েছে: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ডব্লিউপিপিএফ বাবদ ১৮২ কোটি টাকা, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এক্স-গ্রেশিয়া বাবদ ৬৩.৮৫ কোটি টাকা এবং তিতাস গ্যাস প্রণোদনা বাবদ ৪৬.০৫ কোটি টাকা প্রদান করেছে। এছাড়াও, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডও বড় অঙ্কের বোনাস বিতরণ করেছে। এমনকি লোকসানে থাকা মাধ্যপাড়া গ্রানাইট মাইনিংও এক্স-গ্রেশিয়া প্রদান করেছে।

এছাড়াও, নিরীক্ষা প্রতিবেদনে লোকসানে থেকেও বোনাস দেওয়া, ডব্লিউপিপিএফ প্রদানে সঠিক হিসাব না মানা, আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয় করা এবং ব্যয় নিয়ন্ত্রণের কোনো সূচক ছাড়াই প্রণোদনা অনুমোদন করার মতো বেশ কিছু অনিয়ম চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মন্তব্য করেছেন, পেট্রোবাংলা কর্মীদের যে বোনাস প্রদান করেছে, তা অবৈধ। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ