ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বিআইডব্লিউটিএ'র প্রধান কার্যালয়ে প্রবেশে নতুন নিয়ম

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৩:৩১:৪৪

বিআইডব্লিউটিএ'র প্রধান কার্যালয়ে প্রবেশে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ে প্রবেশের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এবার থেকে ভবনে প্রবেশ করতে সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রাজ্জাক সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে ভবনে আগত অতিথি দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে প্রবেশ করতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর অনুমতি সাপেক্ষে স্ব স্ব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার ইস্যুকৃত পাস ব্যবহার করতে হবে। বিনা পাসে কোনো বহিরাগতকে ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া, কোনো সাংবাদিক বা মিডিয়ার প্রতিনিধি ভবনে প্রবেশ করতে চাইলে অবশ্যই জনসংযোগ কর্মকর্তার কাছ থেকে অনুমতি বা পাস সংগ্রহ করতে হবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত