ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
উত্তেজনা নয়, ভোটে সমাধান চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি দেশ ও গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির স্থায়ী কমিটির বৈঠকে মনে করানো হয়, বর্তমান সময়ে কোনো উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় যা দেশের ব্যবসা-বাণিজ্য বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিএনপি আশঙ্কা করছে, কিছু মহল ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দল সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে। সরকারের প্রতি সহযোগিতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপি চায় আসন্ন নির্বাচন উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হোক। দল ইতোমধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই সনদে চূড়ান্ত মতামত প্রদান করবে বিএনপি। দল ইতোমধ্যেই প্রায় ৪০ পৃষ্ঠার মতামত তৈরি করেছে। জুলাই সনদের কিছু ধারা সংবিধান সংশোধনের অধীনে বাস্তবায়নযোগ্য হলেও, এর কার্যকর পদ্ধতি চূড়ান্ত না হলে সরকারকে সিদ্ধান্তের দায়িত্ব অর্পণ করা হতে পারে।
বিএনপি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নেতাকর্মীরা সম্প্রদায়ের সঙ্গে মিশে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
এদিকে, চারটি ইসলামি দলের পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা অভিন্ন কর্মসূচি নজর রাখছে বিএনপি। দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (পিআর) বিষয়টি অন্যতম উল্লেখযোগ্য। বিএনপি দীর্ঘদিন ধরেই এ ধরনের সংস্কারের পক্ষপাতী।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের অনুমতি না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি গ্রহণ করলে গণতন্ত্রের ক্ষতি হবে। তিনি জনগণকে আহ্বান জানান, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়ন করাতে হবে। তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশে বিভাজন ও সংঘাতের ঝুঁকি বাড়বে। বিএনপি দেশের নাগরিকদের ক্ষমতায়ন, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি অব্যাহত রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল