ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
“ধর্মীয় পার্থক্য থাকতে পারে, রাষ্ট্রের কাছে সবাই সমান”
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন ও সমানাধিকারের ভিত্তিতে বাংলাদেশের নির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমরা চাই এমন একটি সমাজ যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে এবং কোনো বৈষম্য হবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি পূজার আয়োজনকারী ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
ড. ইউনূস বলেন, “যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন করি, তবে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সব নাগরিক সমান অধিকারভোগী হবে। কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে আলাদা পরিচিতি পাবে না, সবাই সমান মর্যাদার অধিকারী। রাষ্ট্রের দায়িত্ব হলো—সব ধর্ম ও বিশ্বাসকে সমানভাবে গ্রহণ করা।”
তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় পার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবাই সমান। বিশ্ববাসীর জন্য অনুসরণযোগ্য একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সকল ধর্মের মানুষ একসঙ্গে কাজ করতে হবে।”
এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আসন্ন দুর্গাপূজায় ড. ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেন।
সাক্ষাতে তিনি বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা সবসময় থাকে, কিন্তু সব সময় সম্ভব হয় না। পূজার সময় অন্তত একবার মুখোমুখি দেখা ও কথাবার্তা হওয়াই বড় প্রাপ্তি।” হিন্দু ধর্মীয় নেতারা জানান, সারাদেশে এই বছর এক হাজারের বেশি নতুন পূজামণ্ডপ তৈরি হয়েছে এবং প্রস্তুতি পুরোদমে চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল