ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

নেপালে অস্থিরতা: শিলিগুড়ি সীমান্তে কঠোর নিরাপত্তা

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১০:১৩:৫৯

নেপালে অস্থিরতা: শিলিগুড়ি সীমান্তে কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি সীমান্ত এলাকায়। এই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে।

শিলিগুড়ি জেলার ‘চিকেন’স নেক’ এলাকা নেপালের সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত ভাগ করে। নেপালের অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে অনুপ্রবেশ এবং নকশালপন্থি রাজনীতির প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। ৯ সেপ্টেম্বর শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের বিক্ষোভ শুরু হয় নেপালে। মাত্র দু’দিনের মধ্যে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার পতিত হয় এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দেশটির পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি।

সোমবার পশ্চিমবঙ্গ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, “জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিষয়গুলোতে তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা একসঙ্গে কাজ করছি।”

মোদির সঙ্গে বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শিলিগুড়ি সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী (BSF) এর পাশাপাশি আধাসামরিক সশস্ত্র বাহিনী (SSB) দায়িত্বে থাকবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে গোয়েন্দা তথ্যের ব্যাপক আদান-প্রদানের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজনীতিতে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব দীর্ঘদিনের। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই রাজ্যে আধিপত্য বিস্তার করতে চাইছে বিজেপি, যেখানে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে তৃণমূল।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত