ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

একাধিক জন্মসনদ ধরা পড়লে কর্তৃপক্ষকে জানাবে ইসি

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৯:৫৫:৩১

একাধিক জন্মসনদ ধরা পড়লে কর্তৃপক্ষকে জানাবে ইসি

জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় এক নাগরিকের একাধিক জন্মসনদ অনলাইনে ধরা পড়লে এবার তা সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগকে জানানো হবে। নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের সময় অনেকবার দেখা যায় একজন ব্যক্তির একাধিক জন্মসনদ। এতে সংশোধন প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয় এবং সিদ্ধান্ত গ্রহণও কঠিন হয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব নাগরিকের একাধিক জন্মসনদ পাওয়া যাবে, তাদের নাম, এনআইডি নম্বর ও অনলাইন জন্মসনদের বিবরণ উল্লেখ করে সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি পাঠানো হবে। চিঠির জবাব পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, একাধিক জন্মসনদ রয়েছে এমন প্রার্থীদের জন্য সংশোধন প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। তাই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি, পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না, তাদের আবেদন বাতিল করা হবে।

গত এক বছরের ‘ক্রাশ প্রোগ্রাম’-এর মাধ্যমে ইসি প্রায় ১০ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। দেশের ভোটার তালিকায় বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত