ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে তারেক রহমান
.jpg)
নিজস্ব প্রতিবেদক : ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একনিষ্ঠ সহকারী ও হেফাজত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা ফারুকীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়। একইসঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও আলেম-ওলামাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিজভী আহমেদ।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা মাওলানা ফারুকীর হাতে তুলে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন,
"বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আমরা আজ মানবিক সহায়তা নিয়ে মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছি। আমরা জানতে পেরেছি, সাধারণ মানুষও সাধ্যমতো তার পাশে দাঁড়াচ্ছেন।"
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ উপস্থিত ছিলেন।
২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মাওলানা এনামুল হাসান ফারুকী’র বিরুদ্ধে দায়ের হয় ১৬টি মিথ্যা মামলা। তিনি টানা দেড় বছর বিনা চিকিৎসায় কারাভোগ করেন এবং ২৪ দিন রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
এই দীর্ঘ নির্যাতনের ফলেই তার শরীরে বাসা বাঁধে ক্যান্সারের মতো মরণব্যাধি। দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে তিনি ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি চীনের গুয়াংজু হাসপাতালে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ‘আমরা বিএনপি পরিবার’ মাওলানা ফারুকীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- বড় পতনের মধ্যেও শেয়ারবাজারে বিনিয়োগের নতুন ঢেউ