ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
তুরস্কে রাস্তায় লক্ষাধিক মানুষ, এরদোয়ানের পদত্যাগ দাবি
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : তুরস্কে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর বিরুদ্ধে আদালতের বিতর্কিত রায়ের প্রতিবাদে রাজধানী আঙ্কারায় ব্যাপক বিক্ষোভে নেমেছে লক্ষাধিক মানুষ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে সিএইচপি। দলটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ওজগুর ওজেল এক সমাবেশে বলেন, আদালতের এই রায় ‘সংবিধানবিরোধী’ এবং সরকারকে তুষ্ট করার জন্যই দেওয়া হয়েছে।
এর আগে আদালতের এক রায়ে সিএইচপি’র নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়। অভিযোগ, দলের কংগ্রেসে ভোটে কারচুপি ও অবৈধ অর্থ লেনদেন হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এরদোয়ানবিরোধী এই আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আন্দোলনকারীরা বলছেন, সরকার গণতন্ত্র ও ন্যায়বিচার ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করতে চায়।
এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরকে দুর্বল করতেই এসব পদক্ষেপ নিচ্ছে এরদোয়ান প্রশাসন।
প্রসঙ্গত, এর আগে সিএইচপি’র জনপ্রিয় নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোগ্লুকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি দুর্নীতি ও সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে কারাবন্দি। আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে