ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ভাঙ্গায় বিক্ষোভ: থানা-উপজেলা অফিসে হামলা, অগ্নিসংযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৪:১০:৫০

ভাঙ্গায় বিক্ষোভ: থানা-উপজেলা অফিসে হামলা, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও গোলচত্বরে সংসদীয় আসনের পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের অবরোধের দ্বিতীয় দিন চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় নির্বাচন কমিশনের অফিসও আক্রান্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্রের আক্রমণের মুখে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, সকাল থেকে চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছে। ফলে চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন ছিল। কিন্তু বেলা ১১টার পর ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সঙ্গে সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কও আটকে দেওয়া হয়।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা-সদরপুর চরভদ্রাসন উপজেলার উপর গঠিত। সম্প্রতি, নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গার আন্দোলনকারীরা দুই ইউনিয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা কয়েক দিনের অবরোধ কর্মসূচি চালাচ্ছেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত