ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

গণতন্ত্র চর্চা থাকলে কোনো স্বৈরশক্তি টিকতে পারে না: মির্জা ফখরুল

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৩:৫০:২১

গণতন্ত্র চর্চা থাকলে কোনো স্বৈরশক্তি টিকতে পারে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি :গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না এবং জনগণকে ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র মানে জনগণের সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্রক্ষমতায় অংশগ্রহণ। এখানে জনগণের মতামতকেই গুরুত্ব দেওয়া হয় এবং জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট থাকেন।

তিনি বলেন, গণতন্ত্রের চর্চা থাকলে কোনো স্বৈরশাসক দীর্ঘস্থায়ী হতে পারে না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসটি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে অনুপ্রেরণা জোগায়। এ দিনটির মাধ্যমে গণতন্ত্রের অনুশীলন আরও দৃঢ় হয়।

বাণীতে মির্জা ফখরুল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দেশের জনগণ দেড় দশক ধরে একদলীয় শাসন, নাগরিক অধিকার হরণ, গুম-খুন, ভুয়া মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে গেছে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হয়েছে কালাকানুনের মাধ্যমে, বিরোধী রাজনীতিকদের হয়রানি করা হয়েছে, এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণ ২০২৪ সালের জুলাই-আগস্টে বিজয় অর্জন করলেও এখনো দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।

এজন্য নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং রাষ্ট্রক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।

চলতি বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের থিম ‘Achieving Gender Equality, Action by Action’ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র তখনই পূর্ণতা পায়, যখন নারী-পুরুষ এবং অন্যান্য লিঙ্গের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়। বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার ও সুযোগ তৈরি করলেই টেকসই গণতন্ত্র গড়ে তোলা সম্ভব।

মির্জা ফখরুল বলেন, আমরা দুঃসময় কাটিয়ে উঠেছি, স্বৈরশাসনের পতন ঘটিয়েছি। এখন আমাদের লক্ষ্য হতে হবে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, যেখানে সুশাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত