ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিকদের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৩:০৬:২৪

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের খ্যাতনামা শিল্প উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ-এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, পোশাক শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, শ্রমবাজার, কর্মসংস্থান, এবং শিল্পায়নের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব রাজনৈতিক শক্তির ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান শিল্পপতিদের উপস্থিতি ও মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দেশের উন্নয়ন, অর্থনীতি ও জনগণের কল্যাণে আমরা সবাই একযোগে কাজ করতে চাই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “শিল্প ও বাণিজ্য খাতে স্থিতিশীলতা ও নৈতিকতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গঠনেই আমাদের অঙ্গীকার।”

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত