ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ ঘিরে নতুন মেরুকরণ, নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১১:১২:৫০

জুলাই সনদ ঘিরে নতুন মেরুকরণ, নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: দেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দিন দিন বাড়ছে। নির্বাচনের রোডম্যাপ নির্ধারণে দীর্ঘ সংলাপ হলেও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে।

জুলাই সনদে মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ গড়ে উঠেছে—

  • অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন
  • লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ
  • আওয়ামী লীগ ঘনিষ্ঠ দলগুলোর রাজনীতি নিষিদ্ধকরণ

এসব দাবিকে ঘিরে অন্তবর্তী সরকারের সঙ্গে বেশ কয়েকটি দলের সমঝোতা জটিল হয়ে পড়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রশ্ন তুলেছেন— “সংস্কারের বিষয়গুলো আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন করলে পুরনো কাঠামোই বহাল থাকবে। তাহলে কি অন্তবর্তী সরকার আরেকটি ফ্যাসিস্ট সরকারের জন্ম দিতে চায়?”

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন— “শুধু আওয়ামী লীগের বিচার করলেই হবে না। হত্যার সঙ্গে জড়িত প্রতিটি দলকেই বিচারের আওতায় আনতে হবে— জাতীয় পার্টি, ১৪ দল— সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।”

এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ। অচিরেই জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল আন্দোলনে নামবে বলে জানা গেছে।

খেলাফত মজলিশের আমির হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেন— “পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারির নির্বাচন— এগুলোই এখন আমাদের দাবি। সরকার যদি সেই পথে না হাঁটে, জনগণের সমর্থনে আমরা রাজপথে নামব।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে. এম. আতিকুর রহমান জানান— “অনেক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। জনগণের দাবিকে সামনে রেখে খুব শিগগিরই সব রাজনৈতিক দলকে একত্রিত করে মাঠে নামা হবে।”

যুগপৎ আন্দোলন নিয়ে ধোঁয়াশা

যুগপৎ আন্দোলনের গুঞ্জন থাকলেও এখনও সব দল একমত হতে পারেনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমে আসা খবর নাকচ করে বলেন— “বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বৃহত্তর আন্দোলন বা দাবি আদায় নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”

যদিও সমমনা ইসলামী দলগুলো একযোগে কর্মসূচি ঘোষণা করেনি, তবে তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। ফলে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গন আরও অস্থির হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত