ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

কাতারকে মিত্র আখ্যা দিয়ে সতর্ক করলেন ট্রাম্প

২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৯:৪৬:০৮

কাতারকে মিত্র আখ্যা দিয়ে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে “মহান মিত্র” হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সাবধান থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

টিআরটি ওয়ার্ল্ড সোমবার (১৫ সেপ্টেম্বর) জানায়, দোহায় ইসরায়েলি হামলার পর ট্রাম্প বলেন, “কাতার গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে এবং সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। তাই কিছুটা রাজনৈতিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তবে তারা আমাদের মহান মিত্র।”

নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যে কোনো আক্রমণের ক্ষেত্রে সাবধান থাকা অত্যন্ত জরুরি।”

গত শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধান এই বৈঠককে “খুব সফল” হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করা হয়। এতে পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় আন্তর্জাতিক মহল ও পুরো অঞ্চল থেকে তীব্র নিন্দা আসে।

ট্রাম্প এই হামলার একতরফা পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে সহায়ক নয়। তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন। কাতার জানিয়েছে, হামলার সময়ই তাদের সতর্ক করা হয়েছিল, যখন হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

এই ঘটনায় দোহায় মধ্যস্থতা প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। কাতারই মূলত যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলেমিশে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ডিসি সারওয়ার আলমকে শোকজ

ডিসি সারওয়ার আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর শিক্ষক বহিষ্কার ইস্যুতে দায়ের করা... বিস্তারিত