ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ডিএনসিসির খাল পরিষ্কার অভিযান ও দেয়াল লিখন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ২১:৫৯:৪৫

ডিএনসিসির খাল পরিষ্কার অভিযান ও দেয়াল লিখন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ ঠিক রাখতে নিয়মিত খাল পরিষ্কার কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) কালশী স্লুইস গেট এলাকায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কর্মীরা জানান, ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনায় বিভিন্ন এলাকায় নিয়মিত এই পরিষ্কার কাজ চলছে।একই সময়ে ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তিতে জানায়, শহরের সৌন্দর্য নষ্ট করে দেয়াল লিখন ও পোস্টার লাগানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দেয়াল লিখন ও পোস্টার লাগানোর জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। বিধি-ভঙ্গকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি অবৈধ দেয়াল লিখন ও পোস্টার অপসারণ এবং দেয়াল পুনরায় রং করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। এছাড়া যত্রতত্র ময়লা ফেলা আইনবিরুদ্ধ এবং এর জন্যও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলেন, ময়লা ফেলা ও অবৈধ দেয়াল লিখন নিয়ন্ত্রণে সক্রিয় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত