ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
পার্শ্ববর্তী দেশে নির্বাচন বানচালের বৈঠক হয়েছে: বাবর
                                    নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাবি করেছেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি দেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাবর মহান আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, তাদের দল থেকে একটি টিম গঠিত হয়েছে, যার সদস্য হিসেবে তিনি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান এবং মাহবুব সাহেব রয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সরকার তাদের উদ্বেগগুলোর সাথে একমত হয়েছে বলে বাবর উল্লেখ করেন।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, পার্শ্ববর্তী দেশে 'পতিত সরকার' একটি বিশেষ শিল্পগোষ্ঠী, এস আলম গ্রুপের সাথে বৈঠক করেছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়, এবং তারা এই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া, অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়া নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে বাবর বলেন, তারা সরকারের কাছে তাদের উদ্বেগগুলো জানিয়েছেন। সম্প্রতি এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর) নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত কনস্টেবল, এসআই এবং এএসপি পদে নিয়োগ হয়, কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগদান করেন, তাদের এএসআই হওয়ার একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে এবং তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারেন। একইভাবে, এসআই হিসেবে যোগদানকারীরা ডিআইজি পর্যন্ত হতে পারেন। এই সিদ্ধান্ত অনেক কনস্টেবলের মধ্যে যে উদ্যোগ তৈরি করেছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার যথাসম্ভব ভালো করার চেষ্টা করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, "ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন। আপনারা সবাই দোয়া করবেন।"
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাবরের সঙ্গে তার তিন বছর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এবং তাদের পুরনো পরিচয় রয়েছে। আজকের সাক্ষাৎটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, যেখানে পারিবারিক ও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আলোচনার প্রেক্ষাপটে দু-একটি রাষ্ট্রীয় বিষয় চলে এলেও সেটি বড় কোনো আলোচনা ছিল না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)