ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদার ও স্বনির্ভর রাষ্ট্র চায় বিএনপি : তারেক রহমান 

২০২৫ সেপ্টেম্বর ১৪ ২০:০৮:৩৫

ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদার ও স্বনির্ভর রাষ্ট্র চায় বিএনপি : তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর, ন্যায়ভিত্তিক ও উন্নয়নের স্বপ্ন দেখছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রাক্কালে একটি বাণীতে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলবেন যেখানে নিশ্চিত হবে সার্বিক উন্নতি, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ, সামাজিক স্থিতি এবং ন্যায়পরায়ণতা।

তারেক রহমান উল্লেখ করেন, ২০০৭ সাল থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। এই দিনটির উদ্দেশ্য হলো বিশ্ববাসীর মধ্যে গণতন্ত্রের সারবত্তা ও এর অন্তর্নিহিত শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বাংলাদেশে গণতন্ত্রের আরেকটি ভিত্তি হিসেবে তারেক বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রকে একদলীয় শাসনের আগ্রাসী থাবা থেকে। তার দর্শন ছিল যে বহুদলীয় গণতন্ত্র জাতীয়তাবাদের মর্মমূল। বিদ্রোহ ও নিষিদ্ধকার্যের বিরুদ্ধে রাজনীতির স্বতন্ত্রতা, বাকস্বাধীনতা ও বিচারবিভাগের স্বাধীনতার গুরুত্ব তারেকের বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে।

এছাড়া নির্বাচনের জন্য অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ, সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষার ওপর তিনি জোর দেন এবং বলেন, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য বৈধ অংশগ্রহণ নিশ্চিত হবে।

গণতন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাংবাদিক ও রাজনৈতিক সমস্যা ও বাধা সত্ত্বেও তারেক রহমান দাবি করেছেন, সংগঠিত প্রচেষ্টা ও ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত