ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা 

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৭:৩০:৫২

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক :সকল রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ কথা জানান।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা না পায়, সে লক্ষ্যেই রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার আনা হচ্ছে। এই সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের সব পথ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।সভায় জুলাই মাসে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন।

বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা সভাস্থল ত্যাগ করলেও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কমিশনের আলোচনা চলমান ছিল। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত