ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নির্বাচন না হলে অশান্ত বাংলাদেশ, হুমকিতে জাতীয় নিরাপত্তা 

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৬:৫৬:৪৪

নির্বাচন না হলে অশান্ত বাংলাদেশ, হুমকিতে জাতীয় নিরাপত্তা 

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা বিঘ্ন ও সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে কমিশনের সদস্য ও আমন্ত্রিত বিশিষ্টজনরা এই আশঙ্কা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত্য না থাকায় শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, বিগত ১৬ বছরে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা শুধু সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে সমাধান সম্ভব নয়। কাঠামোগত সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না বলেও জানানো হয়।

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের আগে অন্তর্বর্তী সমঝোতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উঠে আসে, বিগত সময়ে রাজনীতিতে দলীয়করণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, বিচারহীনতা, দারিদ্র্য, বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয়গুলো জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, অর্থনীতি, বিনিয়োগ এবং সামাজিক স্থিতিশীলতার উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।

আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা দূর করা না গেলে দেশে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

নযন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত