ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

১২৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, চলবে টানা ৫ দিন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৩:৫৫:৩৯

১২৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, চলবে টানা ৫ দিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে এখনো প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তীব্র গরমের চাপ কমে সর্বত্র হিমেল হাওয়ার অনুভূতি বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দেশের কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এদিকে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত প্রায় একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া থাকলেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। অধিকাংশ অঞ্চলে অস্থায়ী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া থাকতে পারে। কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙামাটি ৮৭, চট্টগ্রামের সন্দ্বীপ ৮০, পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬৯, সিলেট ৪৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৪৭, কক্সবাজার ৩৯ মিলিমিটার। বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত