ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৩:২৯:২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য এ সংলাপে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে সনদটি বাস্তবায়নের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ।

কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আমন্ত্রিত দলগুলোর সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও আলোচনায় যোগ দিতে পারেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল কমিশন, তবে সেখানে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন জুলাই সনদ বাস্তবায়নে চারটি প্রস্তাবনা দিয়েছে—গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশ। এর মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর হবে, তা নিয়েই রবিবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা।

রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সংস্কারের রূপরেখা হিসেবে সমর্থন করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ সংবিধান সংশোধনের পক্ষে, আবার কেউ নির্বাহী আদেশে দ্রুত কার্যকরের পরামর্শ দিচ্ছেন।

কমিশনের মতে, জুলাই সনদ শুধু রাজনৈতিক সংস্কারের দিকনির্দেশনা নয়; এটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ, যা গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত করবে। তবে কার্যকর রূপ দিতে হলে দরকার সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত