ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নেপালের অন্তর্বর্তী সরকারের পাশে যুক্তরাষ্ট্র

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:৩৮:০০

নেপালের অন্তর্বর্তী সরকারের পাশে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সহিংসতার পর দেশে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপকে স্বাগত জানাই। গণতান্ত্রিক সমাধানের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল ও তরুণ নেতাদের অভিনন্দন জানানো হয়।

মার্কিন দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে তারা নেপালের সঙ্গে শোকাহত। পাশাপাশি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকারও প্রশংসা করা হয়।

প্রসঙ্গত, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে চলমান আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর সহিংস হয়ে ওঠে। এতে অন্তত ৫১ জন নিহত ও ১,৩০০ জনের বেশি আহত হন। ব্যাপক অরাজকতার মধ্যে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে সাবেক বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওই দিনই প্রেসিডেন্ট আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ডাকসুর ৫ নেতা হচ্ছেন সিনেট সদস্য

ডাকসুর ৫ নেতা হচ্ছেন সিনেট সদস্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন... বিস্তারিত