ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নেপালে বিক্ষোভের চাপে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের আহ্বান

২০২৫ সেপ্টেম্বর ১৪ ০৮:৪৪:৪৩

নেপালে বিক্ষোভের চাপে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রভাবে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো দ্রুত সংসদ পুনর্বহালের দাবি তুলেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সংসদ ভেঙে দেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

এর আগে শুক্রবার নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। যদিও পার্লামেন্ট ভাঙা ছিল “জেন জি” আন্দোলনকারীদের অন্যতম দাবি। একই সঙ্গে আগামী ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর নেপালজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হন। পরদিনই ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবন ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করে। বাধ্য হয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

শনিবার শপথ নেন নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির কারণে তিনি বিক্ষোভকারীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তবে তার সামনে কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, তরুণ প্রজন্মের আস্থা ফেরানো এবং সহিংসতার দায়ীদের বিচারের মুখোমুখি করা।

প্রেসিডেন্ট পাউডেল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে নেপাল কার্যকর গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাকসু নির্বাচনে দম্পতির জয়

জাকসু নির্বাচনে দম্পতির জয়

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দম্পতির জয় নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী... বিস্তারিত