ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

নির্বাচনের সময় নিয়ে মুখ খুললেন উপদেষ্টা এম সাখাওয়াত

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২১:৫০:০৮

নির্বাচনের সময় নিয়ে মুখ খুললেন উপদেষ্টা এম সাখাওয়াত

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এত প্রাণের বিনিময়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্য দিয়ে গঠিত সরকার হবে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক। এটি আর অতীতের সরকারের মতো হবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ডাকসু নির্বাচন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। অনেকে আশঙ্কা করেছিলেন, এই নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। কিন্তু আমরা দেখেছি, শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন অভিযোগগুলো পর্যালোচনা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা যতদিন দায়িত্বে আছি, ততদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে আমরা আশাবাদী।

এসময় উপদেষ্টা বরিশালের নদীবন্দর, জেলখাল, পোর্ট রোড এবং স্টিমার ঘাট পরিদর্শন করেন। তিনি জানান, নদী ভাঙন প্রতিরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরিশালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা আয়োজন করা হবে এবং আগামী অক্টোবরের মধ্যে নৌরুটে প্যাডেলচালিত জাহাজ চলাচল শুরু হবে।

পরিদর্শনকালে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত