ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
জনগণের জন্য রাজনীতি করার আহবান গয়েশ্বরের
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে রাজনীতিবিদদের জনগণের জন্য কাজ করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার লোভে পড়ে যদি কেউ রাজনীতি করে, তাহলে গণতন্ত্রের স্বার্থে কাজ করা সম্ভব হবে না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমাদের অবস্থা এমন যে মুসল্লির চেয়ে ইমাম বেশি মন্তব্য করছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা একেকজনের ভিন্ন রূপ নিয়েছে। আমরা একসঙ্গে ছিলেন, জেলও ভোগ করেছি, কিন্তু এখন ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে আগের মতো এক সুরে কথা বলা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্ধারিত, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন। যদি তারা ৯০ দিনে নির্বাচন আয়োজন করতে পারে, অন্তর্বর্তী সরকার কেন দুই বছর সময় নিচ্ছে?”
মৌলবাদীদের নিয়ে তিনি তীব্র মন্তব্য করে বলেন, “তারা বেহেশতের টিকেট বিক্রি করছে। গণতান্ত্রিক মূল্যবোধকে তারা উগ্র-উন্মাদের মাধ্যমে বাধাগ্রস্ত করছে। সাম্প্রদায়িক শক্তি উত্থান করলে ফ্যাসিবাদের চেয়ে আরও জনবিরোধী পরিস্থিতি তৈরি হয়।”
তিনি ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই উল্লেখ করে বলেন, “অপব্যাখ্যার কারণে মানুষ ন্যায়ের কথা বলতে পারছে না। কিছু দল ট্র্যাভেল এজেন্সির মতো বেহেশতের টিকেট বিক্রি করছে।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের গান গাইতে গাইতে অনেক কুসংস্কার করছে। বিদেশ থেকে উচ্চশিক্ষিত এবং ‘বুদ্ধিমান’ লোক আনা হয়েছে, যা নানা সমস্যার সৃষ্টি করেছে। আমরা ৩১ দফার ভিত্তিতে প্রায় ৬০টি দল একত্রিত হয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় যদি কিছু থাকতো, ৩১ দফার আলোচনায় তা অন্তর্ভুক্ত থাকত।”
আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস