ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে সুশীলা কার্কি

২০২৫ সেপ্টেম্বর ১২ ২২:২৯:০৭

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আনুষ্ঠানিকভাবে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতের মধ্যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বাসভবনে শপথ নেন তিনি।

খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

এর আগে ব্যাপক দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব কার্কির হাতে প্রদান করা হয়। প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবস্থা জারির সুপারিশ করতে পারেন। প্রেসিডেন্ট অনুমোদন দিলে মধ্যরাত থেকে নেপালে জরুরি অবস্থা কার্যকর হবে।

নেপালের সংবিধানের ২৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র বিদ্রোহ বা জাতীয় সংকটের সময় সর্বোচ্চ ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা সম্ভব।

দিনের শুরুতে আন্দোলনরত জেন-জি পক্ষ জানিয়েছে, তারা কার্কির নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত, তবে কিছু শর্ত পূরণ হওয়া আবশ্যক। এর মধ্যে প্রধান দাবি হলো পার্লামেন্ট ভেঙে দেওয়া। সংবাদ সম্মেলনে দলের সভাপতি সুদান গুরুঙ নিশ্চিত করেছেন যে পার্লামেন্ট বিলুপ্তির বিষয়ে বিস্তৃত ঐকমত্য হয়েছে এবং এটি কার্যকর হলে অন্যান্য প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরও জানানো হয়, জেন-জি প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর মন্ত্রিসভা গঠন করতে হবে এবং আমরা এ প্রক্রিয়ার পর্যবেক্ষণ করব। এছাড়াও মন্ত্রিসভা গঠন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে এখনো আলোচনার পর্যায় চলছে।

সুশীলা কার্কি একজন অভিজ্ঞ আইনজ্ঞ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য পরিচিত। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর সাবেক শিক্ষার্থী। জানা গেছে, এক সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রস্তাব পান, কিন্তু তা গ্রহণ করেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত