ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

৪০ দিন বন্ধ নগর ভবন তবুও কোটি টাকার তেল খরচ

২০২৫ সেপ্টেম্বর ১২ ২০:১০:৫৫

৪০ দিন বন্ধ নগর ভবন তবুও কোটি টাকার তেল খরচ

নগর ভবন ৪০ দিন বন্ধ থাকা অবস্থাতেই কোটি টাকার তেল খরচের ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএসসিসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, সচিব শফিকুল ইসলাম একটি অফিস আদেশ জারি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তিনি জানান, কমিটিকে ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএসসিসির সচিব। সদস্য হিসেবে রাখা হয়েছে সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

ডিএসসিসি বলছে, প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত