ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
তিনটি ভণ্ড নির্বাচন করেছে হাসিনা: দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, শেখ হাসিনা তিন দফায় প্রহসনের নির্বাচন করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন নয়। এখন আবার নতুনভাবে ভোটের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচন বন্ধ হয়, তবে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে এবং এর সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি, যারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায়নি। অতীতের তিনটি ভণ্ড নির্বাচনের অভিজ্ঞতাই তার প্রমাণ।
স্বাস্থ্য খাতের গুরুত্ব উল্লেখ করে দুদু বলেন, নার্স, ডাক্তার ও ডিপ্লোমাধারী স্বাস্থ্যকর্মীদের অবদান অস্বীকার করা যায় না। তবে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। প্রকৌশলী ও চিকিৎসকদের মর্যাদা স্বীকৃত হলেও, নিচের স্তরের ডিপ্লোমাধারীদের দাবি প্রায়শই উপেক্ষিত হয়। এতে অপ্রয়োজনীয় অসন্তোষ সৃষ্টি হয়, যা এড়ানো দরকার।
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, তাদের ন্যায্য দাবি পূরণে তিনি কাজ করবেন।
বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে দুদু বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে স্বৈরশাসনের পতনের জন্য। তাই স্বৈরতন্ত্র বিদায় হলেই গণতন্ত্র ফিরে আসবে। তিনি বলেন, “আমরা যদি নির্বাচন বর্জন করি, তাহলে স্বৈরাচারী শক্তিকেই শক্তিশালী করব।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিএমএ’র সাবেক সভাপতি আলহাজ সামছুল হুদা। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং সাবেক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান