ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ দাবি করে তিনি বলেন, “এই ভূমি আমাদের।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পে সই করেছেন। এর ফলে অঞ্চলটি কার্যত দুই ভাগে বিভক্ত হবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু মা’লে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ইসরায়েল তার অঙ্গীকার পূরণ করছে— এখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই।
এই পরিকল্পনার আওতায় ই-ওয়ান নামের এলাকায় ১২ বর্গকিলোমিটার জমির ওপর ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণ করা হবে। এতে দখলকৃত পূর্ব জেরুজালেম পশ্চিম তীরের একটি বড় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং সেখানে অবস্থিত অসংখ্য ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে যুক্ত হবে। নেতানিয়াহু আরও জানান, ওই অঞ্চলের জনসংখ্যা দ্বিগুণ করা হবে।
ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। তবে আন্তর্জাতিক আইনে ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতিকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এই অঞ্চলে শান্তি সম্ভব নয়। তিনি নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেন, তিনি গোটা অঞ্চলকে “অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন।” একইসঙ্গে তিনি বাকি দেশগুলোকে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্প্রসারণ পরিকল্পনা কার্যকর হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে।
নেতানিয়াহু বরাবরই শান্তি প্রক্রিয়ার বিরোধী এবং বসতি স্থাপনের সমর্থক। এর আগে ১৯৯০–এর দশকের অসলো চুক্তির বিরুদ্ধেও তিনি সরব ছিলেন। এমনকি ২০০১ সালে ফাঁস হওয়া এক ভিডিওতে দাবি করেছিলেন, তিনি কার্যত ওই চুক্তির অবসান ঘটিয়েছেন।
সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বলেছেন, ই-ওয়ান প্রকল্পের মতো বসতিগুলো ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল