ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

‘বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার ওপর চাপ রয়েছে’

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৮:০৭:০৪

‘বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার ওপর চাপ রয়েছে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার ওপর চাপ রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, বরং বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি তা করিনি। কারণ যদি করি, তাহলে আমি আমার নিজের বাসায়ও ঢুকতে পারবো না।

তবে তিনি কোথা থেকে বা কী ধরনের চাপ আসছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এলএনজি আমদানি বাড়ছে, এ অবস্থায় সামনে গ্যাসের দাম বাড়তে পারে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

তিনি আরও জানান, আগে সরকারি সিদ্ধান্ত ছিল দুই এক মাস পরপর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। অথচ আমরা এক বছর কয়েক মাস ধরে কোনো দাম বাড়াইনি বিদ্যুৎ কিংবা গ্যাস, কোনোটাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত