ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন মোবাইলে 

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৬:৩৮:১১

জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন মোবাইলে 

নিজস্ব প্রতিবেদক:আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা ‘পোস্টাল ব্যালট বিডি’ নামের একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন এবং আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান।

প্রবাসীদের উদ্দেশে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন চায় প্রবাসীরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হোক। এজন্য তাদের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজ পদ্ধতি চালু করা হচ্ছে।

সভায় প্রবাসীরা সিইসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তারা ভবিষ্যতেও এমন মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত